পুলিশের শটগানে ‘সেনাসদস্যের’ গুলি, ছাত্র নিহত

সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পুলিশের শটগান কেড়ে নিয়ে গুলি করে এক স্কুলছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 02:49 PM
Updated : 4 June 2019, 02:49 PM

মঙ্গলবার শাহজাদপুর উপজেলার দুর্গম চরাঞ্চল গালা ইউনিয়নের চর বনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউনুস আলী (১৪) চর বনিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং স্থানীয় চরবুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

এ ঘটনায় পলাশ নামে ওই সেনা সদস্যসহ আটজনকে পুলিশ আটক করেছে।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর থেকে ওই গ্রামের আখের আলী ও সেনাসদস্য পলাশের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ছুটিতে আসা সেনা সদস্য পলাশ কর্তব্যরত পুলিশের কাছ থেকে শটগান কেড়ে নিয়ে প্রতিপক্ষের লোকজনের উপরে গুলি চালান।”

এতে স্কুলছাত্র ইউনুস আলী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানান আতাউর।

ওসি আরও জানান, এ ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশসহ তার আট সহযোগীকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে।