নেত্রকোণায় হাওরে মাছ ধরা নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

নেত্রকোণার একটি হাওরে মাছ ধরা নিয়ে খালিয়াজুরীর বাঘাটিয়া ও গন্ডমারা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। 

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 03:33 PM
Updated : 22 May 2019, 03:33 PM

বুধবার দুপুরে বাঘাটিয়া মালিখাল হাওরে এ সংঘর্ষ হয়। 

আহতদের মধ্যে বাঘাটিয়ার সত্যেন্দ্র (৫৫), মনোজ (৩০), রাজু (২৫) ও গন্ডামারার রনিকে (১৪) খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয়।   

স্থানীয়রা জানান, বাঘাটিয়া মালিখাল হাওরে অন্যান্য বছর ওই দুই গ্রামবাসী মিলে মাছ ধরত। এবার বাঘাটিয়া গ্রামের লোকজন গন্ডামারা গ্রামের লোকদের মাছ ধরতে বাধা দেওয়ায় সংর্ঘষ বেধে যায়।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ঘন্টাব্যাপী এ সংর্ঘষ চলাকারে প্রতিপক্ষকে ঘায়েল করতে দুপক্ষই বল্লম ও পাথর নিক্ষেপ করেছে। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

সরকারি জায়গা দখল করে মাছ ধরতে গিয়ে তারা সংঘর্ষে জড়িয়েছে বলে ওসির ভাষ্য।