ফরিদপুরে ৯৬ বস্তা মেয়াদ-উত্তীর্ণ খেজুর উদ্ধার

ফরিদপুর শহরে অভিযান চালিয়ে ৯৬ বস্তা মেয়াদ-উত্তীর্ণ খেজুর উদ্ধারসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 11:30 AM
Updated : 22 May 2019, 11:30 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার বলেন, শহরের হাজি শরীয়াতুল্লাহ বাজার এলাকায় বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।

“অভিযানকালে ওই এলাকার ‘ফরিদপুর ফলভাণ্ডারে’ ৯৬ বস্তা মেয়াদউত্তীর্ণ বিদেশি খেজুর মেলে। এই খেজুর জব্দ করার পাশাপাশি ভেজাল জিনিস বিক্রির অপরাধে দোকানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। খেজুরগুলো পরে সবার সামনে ধ্বংস করা হয়।”