টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ৪ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে ধনবাড়ীতে তিন বছর আগে চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2019, 10:06 AM
Updated : 22 May 2019, 10:06 AM

টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক বেগম খালেদা ইয়াসমিন বুধবার এ রায় ঘোষণা করেন। 

দণ্ডিতরা হলেন- বাস চালক হাবিবুর রহমান নয়ন, তার সহকারী মো. খালেক ভুট্টো (২৩) আশরাফুল (২৬) ও বাসের সুপার ভাইজার রেজাউল করিম জুয়েল।

রায় ঘোষণার সময় রেজাউল আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক আসামিদের এক লাখ টাকা করে অর্থদণ্ড ও দিয়েছেন বলে ওই  আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী  নাসিমুল আক্তার নাসিম জানান।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১ এপ্রিল ভোরে এক নারী পোশাক কর্মী টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় পরিবহনের একটি বাসে করে কালিয়াকৈরে উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বাসে কোনো যাত্রী না থাকার সুযোগে ওৈই গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের পর টাঙ্গাইল-ময়মনসিংহ রোডের একটি ফাঁকা জায়গায় তাকে নামিয়ে দিয়ে আসামিরা পালিয়ে যায়।
পরে ওই গৃহবধূকে তার স্বামী উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় নয়জনকে আসামি করে মামলা করে। পুলিশ সেইদিনই বাস চালক, তার সহকারী ও সুপার ভাইজারকে গ্রেপ্তার করে।

তদন্ত শেষে পুলিশ চার জনের বিরুদ্ধে অভিযোপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।