পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ১৬ মামলার আসামি নিহত

পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ১৬ মামলার এক আসামি নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2019, 06:01 AM
Updated : 14 May 2019, 06:01 AM

সোমবার ভোরে উপজেলার সাঁড়া ইউনিয়নে ওই গোলাগুলির ঘটনা ঘটে বলে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান।

নিহত হাফিজুর রহমান তিতাস (৩৮) ঈশ্বরদী বাঁশেরবাদা গ্রামের আব্দুল আজিজ মোল্লার  ছেলে।

পুলিশের দাবি, তিতাস ‘তালিকাভুক্ত  ডাকাত ও সন্ত্রাসী’ এবং তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকতিসহ ১৬টি মামলা রয়েছে।

ওসি বলেন, সাঁড়া ইউনিয়নের একটি আখক্ষেতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে তিতাসকে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

এছাড়া ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে ওসি জানান।