কুড়িগ্রামে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন

কুড়িগ্রামের চিলমারীতে জমি নিয়ে বিরোধের জেরে হত্যাচেষ্টার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2019, 10:09 AM
Updated : 12 May 2019, 11:31 AM

রোববার জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলম ১৭ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন। 

আব্দুল গণির (৪৫) বাড়ি চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা গ্রামে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপাশি বিচারক তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্রাহাম লিংকন জানান।

মামলার বিবরণে বলা হয়, মাচাবান্ধা গ্রামের একখণ্ড জমি নিয়ে স্থানীয় আব্দুর রহমানের সঙ্গে প্রতিবেশী আমজাদ হোসেন গংদের বিরোধ চলছিল।

২০০২ সালের ১৩ এপ্রিল সকালে ওই জমিতে পানি দিতে যাওয়ার সময় আব্দুর রহমানের উপর একদল সন্ত্রাসী হামলা চালায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আব্দুর রহমানের ছেলে হাবিল উদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে চিলমারী থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ সব আসামিদের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র দিলে এ  মামলার বিচারকাজ শুরু হয়।
অপরাধ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়। এরা হলেন-  আব্দুল হামিদ (৪০), মনিরুল ইসলাম (২৬), আমজাদ গোসেন (৫৫), মোছা: মবেদা খাতুন (২৮), রানী বেগম (২৫) ও শামসুন্নাহার (৪৫)।