মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে মাদকের আসামি নিহত

মুন্সীগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন; যিনি ১১ মাদক মামলার আসামি বলে র‌্যাবের ভাষ্য।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 05:08 AM
Updated : 7 May 2019, 05:08 AM

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার এনায়েত মান্নান জানান, সদর উপজেলার রামশিং এলাকায় সোমবার গভীররাতে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত মো. সুজন মিয়া (৩৬) সদর উপজেলার গোবিন্দনগর বাশতলা রিকাবীবাজার এলাকার মো.মোশারফ হোসেনের ছেলে।

র‌্যাব বলছে, সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১১টি মাদকের মামলা রয়েছে।

এনায়েত বলেন, রামশিং এলাকায় অভিযানের সময় মাদক কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি করে।  

“এক পর্যায়ে সুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে এ র‌্যাব কর্মকর্তার ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় হাজার ইয়াবা ও দেড় হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।