দুর্ঘটনায় অক্ষত থাকলেও ভয়ঙ্কর সেই সময় হতবিহ্বল হয়ে পড়েন আকতারুজ্জামান ও তার স্ত্রী।
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।
নিহতের নাম মুরাদ হোসেন (২৫)। তার বাড়ি ঢাকায়। তিনি শিবচরের নিলখীতে তার শ্বশুরবাড়িতে আসছিলেন।
আহতদের মধ্যে স্পিডবোট চালক আল-আমিন (২২) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কান্দিরপাড় গ্রামের শাজাহান সরদারের ছেলে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আফানুর রহমান আদনান জানিয়েছেন, আহত তিনজনকে আনা হলে আল-আমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত যাত্রী মুশফিকুর রহমান বলেন, তাদের স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন নারী ও ও শিশুও ছিল।
এদের কেউ নিখোঁজ রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ওসি।
তিনি বলেন, “কেউ নিখোঁজ রয়েছে, এমন কোনো অভিযোগ থানায় কেউ দেয়নি।”