পদ্মায় ট্রলার-স্পিডবোট সংঘর্ষে নিহত ১

পদ্মা নদীতে ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি স্পিডবোটের এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন তিনজন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2019, 06:56 PM
Updated : 2 May 2019, 06:56 PM

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে মাদারীপুরের শিবচর থানার ওসি জাকির হোসেন জানিয়েছেন।

নিহতের নাম মুরাদ হোসেন (২৫)। তার বাড়ি ঢাকায়। তিনি শিবচরের নিলখীতে তার শ্বশুরবাড়িতে আসছিলেন।

আহতদের মধ্যে স্পিডবোট চালক আল-আমিন (২২) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কান্দিরপাড় গ্রামের শাজাহান সরদারের ছেলে।

ঢাকার দিলকুশার সানফ্লাওয়ার ইন্সুরেন্সের জেনারেল ম্যানেজার মুশফিকুর রহমান (৪৫)ও আহতদের মধ্যে রয়েছেন। তিনি বরিশালের ফকিরবাড়ি রোডের মতিউর রহমানের ছেলে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আফানুর রহমান আদনান জানিয়েছেন, আহত তিনজনকে আনা হলে আল-আমিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যাত্রী মুশফিকুর রহমান বলেন, তাদের স্পিডবোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন, যার মধ্যে চারজন নারী ও ও শিশুও ছিল।

এদের কেউ নিখোঁজ রয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি ওসি।

তিনি বলেন, “কেউ নিখোঁজ রয়েছে, এমন কোনো অভিযোগ থানায় কেউ দেয়নি।”