দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ রোড গোল চত্বরে উপজেলা সহকারী কমিশার (ভুমি) মাহবুব হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
উল্লাপাড়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম শহিদুল ইসলাম রন্টু বলেন, রমজানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ ও পচা খেজুর ও কমলা গুদামজাত করার খবর পেয়ে অভিযান চালানো হয়।
“এ সময় সিরাজগঞ্জ রোডের ব্যবসায়ী আব্দুল লতিফের ভাই ফল ভান্ডার থেকে সাত মন পচা ও মেয়াদোত্তীর্ণ কমলা এবং জুলফিকার হায়দারের মুন ট্রেডার্সের গুদাম থেকে ১০০ মন পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করা হয়।”
শহিদুল ইসলাম জানান, ফল ব্যবসায়ী আব্দুল লতিফের কাছ থেকে ২০ হাজার টাকা এবং জুলফিকার হায়দারের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
“এরপর জব্দ করা খেজুর ও কমলা ধ্বংস করা হয়।”
রমজানকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান শহিদুল ইসলাম।