চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেতে বোমা বিস্ফোরণে ২ কৃষক আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভুট্টাক্ষেতে বোমা বিস্ফোরণে দুই কৃষক আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2019, 08:31 AM
Updated : 27 April 2019, 09:17 AM

শিবগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, শনিবার বেলা ১০টার দিকে উপজেলার উজিরপুর গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার বাউপুর গ্রামের সিরাজুল ইসলাম ফোদু (৫০) ও উজিরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮)।

তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফোদুর ছেলে শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সকালে তার বাবা ও সোহেল তাদের ভুট্টাক্ষেতে আগাছা সাফ করছিলেন। এ সময় সোহেলের কাস্তের আঘাতে বোমার বিস্ফোরণ ঘটে। এতে তারা আহত হন। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুট্টাক্ষেতে কিভাবে বোমা গেল সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি মশিউর বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুট্টাক্ষেতে কিভাবে বোমা গেল বা কেউ নিক্ষেপ করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।