নুসরাতের হত্যাকারীদের ফাঁসির দাবি জেলায় জেলায়

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকরীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ।

শরীয়তপুর প্রতিনিধিকুমিল্লা, জামালপুর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2019, 04:46 PM
Updated : 11 April 2019, 04:47 PM

কুমিল্লা, জামালপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবার মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সকল ছাত্র সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কুমিল্লা

সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ডের হোতা সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ জড়িতদের ফাঁসি দাবি করেন।

এতে বক্তব্য রাখেন কলেজের শিক্ষার্থী রমজান, রাজিব, রিপন, উম্মে হাবিবা জ্যোতি, নীরব, ইয়াছিন, আলিমা প্রমুখ। 

জামালপুর প্রতিনিধি জানান, দুপুরে আলিম পরীক্ষা শেষে জামালপুর বেলটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা সভাপতি নওশের আলী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন জামালপুর জেলা সাধারণ সম্পাদক এস এম আনোয়ারুল হক, সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক কাজী মসিউর রহমান, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক এমএ জলিল তারা, সদস্য শারমিন রেজা, অধ্যক্ষ দ্বীন ইসলাম সরকার প্রমুখ।

বক্তারা নুসরাতের হত্যায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানান। 

শরীয়তপুর প্রতিনিধি জানান, শরীয়তপুরে মানববন্ধন করেছে উদীচী শিল্পী গোষ্ঠি, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ ও শিশু-কিশোর পত্রিকা শৈশব শরীয়তপুর জেলা শাখা।

বৃহস্পতিবার বিকালে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলে।

বক্তারা নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।

শরীয়তপুর

বক্তব্য রাখেন এম এম আলমগীর, শ্যামসুন্দর দেবনাথ, অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন, মোদাচ্ছের হোসেন বাবুল, নজরুল ইসলাম রিপন, লোকমান হোসেন হৃদয়, সাইফ রুদাদ প্রমুখ।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত এ বছর আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

ওই মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ‘শ্লীলতাহানির’ অভিযোগ এনে গত মার্চে সোনাগাজী থানায় একটি মামলা করে নুসরাতের পরিবার।

সেই মামলা তুলে না নেওয়ায় অধ্যক্ষের অনুসারীরা গত শনিবার মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মেয়েটির পরিবারের অভিযোগ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।