গাজীপুরে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেপ্তার

রংপুরে নয়দিন আগে অপহৃত এক কিশোরীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব । এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 April 2019, 08:55 AM
Updated : 8 April 2019, 08:55 AM

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, জয়দেবপুর থানার বাংলাবাজার এলাকা থেকে রোববার বিকাল পৌনে ৫টার দিকে মেয়েটিকে উদ্ধার করা হয়।   

আটক মো. আসাদুজ্জামান ওরফে রাজু (২১) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মো.রফিকুল ইসলামের ছেলে।

আল-মামুন বলেন, গত ২৭ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে রংপুর জেলার অনন্তরাম সেনপাড়া থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। পরে মেয়েটির বাবা অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে গত ১ এপ্রিল রংপুরের পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

“পরদিন রাজু মেয়েটির বাবার মোবাইলে ফোন করে অপহরণের কথা জানানো হয় এবং তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তার মেয়েকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।”

পরে গত ৩ এপ্রিল মেয়েটির পরিবার ঘটনাটি র‌্যাবকে জানালে তারা মেয়েটিকে উদ্ধারে অভিযান শুরু করে। পরে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে তারা আটক করেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

তিনি আরও বলেন, “রাজু জিজ্ঞাসাবাদে জানায় যে, তিনি রংপুরে একটি মেডিসিন সেন্টারে চাকরি করত। মেয়েটির বাড়ি ও তার মামার বাড়ি একই গ্রামে হওয়ায় মাঝে মাঝে সেখানে যাতায়াত করত সে।