মোমবাতির আলোয় এইচএসসি পরীক্ষা

কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন রংপুরে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন মোমবাতির আলোয়।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2019, 04:41 PM
Updated : 1 April 2019, 04:41 PM

বাংলা প্রথমপত্রের মাধ্যমে সোমবার সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে।

নেসকোর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বলেন, রোববার রাতে কালবৈশাখী ঝড়ের কারণে রংপুরের সবগুলো ফিডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করা হয়।

নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মোমবাতি নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে।

কয়েকজন পরীক্ষার্থী বলেন, সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ নেই। ঘরগুলো অন্ধকার; তাই বাধ্য হয়ে মোমবাতি নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তারা।

কর্তৃপক্ষের আগে থেকে বিকল্প ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে অভিভাবকরা মনে করেন।

সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যাক্ষ মোবাখখারুল ইসলাম বলেন, রাতে ঝড়ের কারণে নগরীর বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিচ্ছেন। এতে তাদের ভীষণ সমস্যা হচ্ছে।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “রোববার মধ্যরাতে ঝড়ের তাণ্ডবে রংপুরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা জরুরিভিত্তিতে দুপুর পৌনে ১২টার দিকে সংযোগ সচল করেছি।”