নির্মাণের ১০ দিনে ভেঙে পড়ল ইউড্রেন 

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় একটি ইউড্রেন নির্মাণের দশদিন না যেতেই ভেঙে পড়েছে।

লাভলু পাল চৌধুরী নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 05:23 PM
Updated : 19 March 2019, 05:23 PM

কলমাকান্দা-সাউদপাড়া সড়কে এই ইউড্রেনটি নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করায় ভেঙে গেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এ বিষয়ে এলাকাবাসী সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।

কলমাকান্দা ইউনিয়ন পরিষদ থেকে জানা যায়, স্থানীয় সরকারের সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় ২০১৭-১৮ অর্থবছরে কলমাকান্দা সাউদপাড়া সড়কে ৭৫ হাজার টাকা ব্যয়ে ইউড্রেন নির্মাণের উদ্যোগ নেয়।

প্রকল্প কমিটির সভাপতি হন কলমাকান্দা সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার।

গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্রকল্পের কাজ শেষ করা হয়। কাজ শেষের দিন দশেকের মধ্যে ইউড্রেনটি ভেংগে যায়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানায়, তারা ইউড্রেনটির নকশা ও প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে দেয়। নকশায় ৩ ফুট উচ্চতার ওই ইউড্রেনের নিচে রড ও সুরকির ঢালাই দিয়ে দুই পাশে দুটি স্তরে ইটের দেওয়াল আর ইটের দুটি দেয়ালের ওপর আরসিসি ঢালাই দিয়ে ইউড্রেনটি নির্মাণের কথা।

কলমাকান্দা সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মর্জিনা আক্তার বলেন, নকশার বাইরে কোনো কাজ হয়নি। ইউড্রেনটি নির্মাণ করার পর একটি মালবাহী লড়ি যাওয়ার কারণে এটি ভেঙে যায়। দ্রুত এটি মেরামত করে দেওয়া হবে।

উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন বলেন, “ইউড্রেনটির নির্মাণ কাজ আমাদের তদারক করার কথা ছিল। কিন্তু কাজ শুরু ও শেষ হওয়ার বিষয়ে ইউপি সদস্য আমাদের কিছুই জানাননি।”

তিনি বলেন, “আমরা সরেজমিন পরিদর্শন করব। কাজে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে কাজের বিল দেওয়া হবে না।”

এ বিষয়ে কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা বলেন, “ওই ইউপি সদস্য মনগড়াভাবে কাজ করিয়েছেন। ড্রেনটি সিডিউল মোতাবেক আবার নির্মাণ করে বিল নিতে হবে।”

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, “ইউড্রেন নির্মাণে অনিয়ম সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”