রামপাল বিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের তার ছিড়ে ২ শ্রমিক নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2019, 10:26 AM
Updated : 17 March 2019, 10:26 AM

মাত্র চারদিনের ব্যবধানে ‍নির্মানাধীণ এ বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনা ঘটল।  

রামপাল থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, রোববার সকালে নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার অনসার আলীর ছেলে  নাসির উদ্দিন ও রামপালের ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান।

তিনি বলেন, “রামপালে নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনের মত শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় পাইলিং কাজের ক্রেনের তার ছিড়ে দুই শ্রমিক শ্রমিক আহত হন।”

তাদের উদ্ধার করে  খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।   

এর আগে গত ৩ মার্চ এই বিদ্যুৎ কেন্দ্রে কনটেইনার চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হন।