২০ বছর আগের হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০ বছর আগের এক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2019, 11:35 AM
Updated : 12 March 2019, 11:35 AM

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা ক‌রেন।

এছাড়া আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও তিন মাস সশ্রম কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার খাশিয়া গ্রামের আব্দুল মনাফের ছেলে নোয়াব আলী, কাচা মিয়া, ছাতক উপজেলার হায়দাপুর গ্রামের মান উল্লার ছেলে বাছা মিয়া ও ফটিক মিয়া।

বাদীপ‌ক্ষের আইনজীবী সোহেল আহমেদ ছইল মিয়া মামলার নথির বরাতে জানান, ১৯৯৯ সালের ১৬ নভেম্বর উপজেলার খাশিলা এলাকায় পূর্বশত্রুতার জেরে তারিফ মিয়া নামে এক ব্যক্তিকে হামলা চালিয়ে হত্যা করা হয়।

পরদিন তার স্ত্রী আমেনা বেগম জগন্নাথপুর থানায় হত্যা মামলা করেন।

আইনজীবী সোহেল বলেন, সাক্ষ-প্রমাণ শেষে আদালত চার আসা‌মি‌কে যাবজ্জীবন দেয়। এতে নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

সাজাপ্রাপ্ত নোয়াব আলী ও বাছা মিয়া রায় ঘোষণার সময় আদাল‌তে ছিলেন। পলাতক র‌য়ে‌ছেন কাচা মিয়া ও ফ‌টিক মিয়া।