কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভোট স্থগিত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন হাই কোর্টের আদেশে স্থগিত হয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2019, 08:33 AM
Updated : 8 March 2019, 08:34 AM

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন শুক্রবার এক মতবিনিময় সভায় জানান, আগের রাতে আদালতের আদেশের কপি তারা হাতে পেয়েছেন।

ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া বাংলাদেশের সঙ্গে একীভূত হওয়ার পর ওই এলাকার অধিবাসীদের পাশের তিনটি ইউনিয়নের সঙ্গে ভাগ করে দেওয়া হয়। তাতে আপত্তি জানিয়ে আলাদা ইউনিয়নের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন স্থানীয়রা।

এর মধ্যে ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে গত ৬ মার্চ তা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন উত্তর কামালপুর গ্রামের বাসিন্দা শরীফ উদ্দিন।

জেলা প্রশাসক সুলতানা পারভীন বলেন, “আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে নির্বাচন স্থগিতের বিষয়ে নিশ্চিত হয়েছি। আগামী ১০ মার্চ ফুলবাড়ী উপজেলার নির্বাচন হচ্ছে না।”

পুলিশ সুপার মেহেদুল করিম, কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জামাল হোসেন, কুড়িগ্রামের ৫ উপজেলার জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।