আশুলিয়ায় চাঁদাবাজির সময় আটক ২

ঢাকার সাভারের আশুলিয়ায় গণপরিবহনে চাঁদাবাজি করার সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে শ্রমিকেরা।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 09:13 AM
Updated : 4 March 2019, 09:13 AM

সোমবার সকালে বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার ওসি রিজাউল হক দিপু জানান।  

আটকরা হলেন- গাজীরচট এলাকার মো. রুমেল (২৮) ও বাইপাইল এলাকার শওকত হোসেন (৪৩)।

আশুলিয়া থানার এসআই আব্দুস সালাম জানান, সকালে বাইপাইল এলাকায় গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে পরিবহন শ্রমিকরা রুমেল ও শওকত নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

তিনি বলেন, “তারা বাইপাইল এলাকায় বিভিন্ন সময় গণপরিবহনে চাঁদাবাজি করে আসছিল বলে স্থানীয় শ্রমিকেরা পুলিশের কাছে অভিযোগ দেয়।” 

বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার পরিবহন শ্রমিকরা জানান, রুমেল ও শওকত দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় বগুড়াগামী  ‘লোটন’,‘ আলম’, ‘এ আলম’, ‘ঝটিকা’ ও ‘এসএম’ সহ অর্ধশত পরিবহন থেকে প্রতিদিন একশ টাকা চাঁদা আদায় করত। সকালে  চাঁদা আদায় করতে গেলে পরিবহন শ্রমিকরা তাদের আটক করে।

আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলে ওসি জানান।