পাবনায় ১১ মামলার আসামি গুলিবিদ্ধ হয়ে আটক

পাবনার ঈশ্বরদী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর ১১ মামলার এক আসামি গুলিবিদ্ধ অবস্থায় আটক হয়েছেন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 07:31 AM
Updated : 27 Feb 2019, 07:31 AM

আটক আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ (৩২) উপজেলার মধ্য অরণকোলা আলহাজ ক্যাম্প এলাকার জাহাঙ্গীর আলম কাজীর ছেলে।

বুধবার ভোরের দিকে উপজেলার সাঁড়া ঝাউদিয়া চাঁদমারী মোড় এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বাহ উদ্দিন ফারুকী বলেন, “ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে।

“আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল্লাকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।”

ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আটক মামুনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

এ সময় ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, ঈশ্বরদী থানার এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, এএসআই শামীম হোসেন, কনস্টেবল মাসুদ রানা, আল মুসাভী আহত হয়েছেন বলে জানান ওসি বাহা উদ্দিন ফারুকী।