বেনাপোলে ‘হুন্ডির টাকাসহ’ দুই ভারতীয় আটক

বেনাপোল দিয়ে হুন্ডির চার লাখ টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 04:50 AM
Updated : 27 Feb 2019, 04:50 AM

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে আইসিপির আমদানি রপ্তানি গেইট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পাইকপাড়া গ্রামের দুলাল ঘোষের ছেলে রাকেশ ঘোষ (২৭) এবং একই গ্রামের সিরাজুল ইসলাম মণ্ডলের ছেলে সুমন মণ্ডল (২৪) ।

মেজর নজরুল বলেন, “দুই ট্রাক চালক হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে আসছে খবর পেয়ে আইসিপি ক্যাম্পের টহল দল সেখানে অভিযান চালায়। পরে তাদের দেহ তল্লাশি করে বাংলাদেশি ৪ লাখ টাকা পাওয়া যায়।”

রাকেশ ও সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা নজরুল।