কুষ্টিয়ায় ধর্ষণ ও হত্যায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধর্ষণের পর হত্যার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 12:11 PM
Updated : 25 Feb 2019, 12:15 PM

ঘটনার চার বছর পর সোমবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় দেন।

দণ্ডিত মোহাম্মদ নান্টু (বর্তমান বয়স ২৪ বছর) মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।

রায়ে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ রাত ২টায় মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে রেহেনা বেগমের ঘরে ঢুকে ধর্ষণ করে নান্টু। এই ঘটনা ধামাচাপা দিতে আসামি ধর্ষণ শেষে ওই নারীকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই বাড়ির মালিক শাফায়েত হোসেন বাদী হয়ে মিরপুর থানার মামলা করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি আকরাম হোসেন দুলাল জানান, মিরপুর থানার এই ধর্ষণ ও হত্যা মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।