চাচাকে কুপিয়ে মারল ‘ভাতিজারা’

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমির বিরোধের জেরে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে।  

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 02:32 PM
Updated : 23 Feb 2019, 02:32 PM

শনিবার বেলাটি গ্রামে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ফজলুর রহমান (৬০) কেন্দুয়ার বেলাটি গ্রামের বাসিন্দা।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, পারিবারিক জমিজমা নিয়ে  ফজলু মিয়ার সঙ্গে তার ভাতিজাদের বিরোধ চলে আসছিল।  

এরাকাবাসীর বরাত দিয়ে রফিকুল বলেন, শুক্রবার সন্ধ্যায় জমির বোরো ক্ষেতে ফজলুর রহমান পানি দিতে গেলে  ভাই আতিয়র রহমানের ছেলে সোনালী, রাজু ও আরেক ভাই মৃত আবু সিদ্দিকের ছেলে সজিব, রফিকুল বাধা দেন। এ নিয়ে দুপক্ষের কথাকাটাকাটি হয়।

“এর জেরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির সামনে ফজলু রহমানকে দা দিয়ে কোপায় ভাতিজারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে ফজলুর মৃত্যু হয়।”

রফিকুল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন নারীকে করে থানায় নিয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।