পদ্মা সেতু: জাজিরা প্রান্তে বসল আরেকটি স্প্যান

পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা প্রান্তে।

কে এম রায়হান কবীর শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 04:47 PM
Updated : 20 Feb 2019, 04:48 PM

সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বুধবার ৩৫ ও ৩৬ নম্বর পিলারের উপর শরীয়তপুরের জাজিরা প্রান্তের ৭ম স্প্যানটি বসানো হয়েছে।

এর মাধ্যামে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর সেতুর ১ হাজার ৫০ মিটার দৃশ্যমান হলো।

এছাড়া গত বছর মাওয়া পয়েন্টে ৪ ও ৫ নম্বর পিলারের উপর একটি স্প্যান বসানো হয়।

প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, “এটি বসানোর পর প্রায় ৭৫ ভাগ কাজ শেষ হলো। আগামী মাসের মধ্যে আরও স্প্যান বসানো হবে বলে আশা করছি। চলতি বছরের মধ্যে সবকটি স্পেন বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব।”

হুমায়ুন কবীর জানান, সোমবার সকালে মাওয়ার মুন্সিগঞ্জের কুমারভোগ থেকে স্প্যানটি নিয়ে শক্তিশালী একটি ভাসমান ক্রেন জাজিরার উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার সকাল ১০টায় সেটি জাজিরা পয়েন্টে পৌঁছায়।

“বুধবার সকালে স্প্যানটি পিলারের উপর তোলার কথা থাকলেও ঘন কুয়ার কারণে বিলম্ব হয়। পরে দুপুর পৌনে ১টার দিকে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের উপর বসানো হয়।”

হুমায়ুন কবীর জানান, ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেতুর ১ম স্প্যান, ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যান, ১০ মার্চ তৃতীয় স্প্যান, ১৩ এপ্রিল ৪র্থ স্প্যান, ২৯ জুন ৫ম স্প্যান এবং ২০১৯ সালে ২৩ জানুয়ারি ৬ষ্ঠ স্প্যানটি বসানো হয়।