পটুয়াখালীতে বাস দুর্ঘটনায় মালিক নিহত

পটুয়াখালীতে গলাচিপা উপজেলায় বাস উল্টে মালিক নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ অনন্ত ২৫ জন।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 07:24 AM
Updated : 18 Feb 2019, 07:24 AM

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বাসস্টান্ড সংলগ্ন পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহত আনন্দ দাসের (৪৫) বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষকাটা এলাকায়। তিনি খান পরিবহনের মালিক ছিলেন।

আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকদের বরাতে ব্রাদার পবিত্র দাস জানান, আহতদের মধ্যে গলাচিপা উপজেলার আমখোলা এলাকার চার বছরের শিশু আব্দুল্লাহর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রপাচার চলছে।

পটুয়াখালী সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সকাল ৯টার দিকে হরিদেবপুর বাসস্ট্যান্ড থেকে খান পরিবহনের একটি বাস পটুয়াখালীর উদ্যেশ্যে ছেড়ে যায়।   

“পথে সামনের চাকা ফেটে বাসটি রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আনন্দ মারা যান।”

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে বলে জানান ওসি।  

ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।