লক্ষ্মীপুরে যাবজ্জীবন সাজার পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির লাশ উদ্ধারের খবর জানিয়ে পুলিশ বলেছে, ‘দুই দল ডাকাতের’ গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2019, 04:27 AM
Updated : 14 Feb 2019, 04:27 AM

বুধবার রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেনের ভাষ্য।

নিহত মাইন উদ্দিন মানু (৪৪) চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সুলতান আহাম্মদ পাটোয়ারির ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে তিনি পলাতক ছিলেন।

তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালীর চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় আরও ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিদর্শক আলমগীর বলেন, চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দ্বীনা মাঝির খেয়াঘাট সংলগ্ন মতলব মাঝির পরিত্যক্ত বাড়িতে ‘দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির’ খবর পেয়ে পুলিশ রাতে সেখানে যায়।

“পুলিশ পৌঁছানোর পর ডাকাতরা পালিয়ে গেলে সেখানে মানু ডাকাতের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়।”

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে থেকে পুলিশ একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বলেও পরিদর্শক আলমগীর জানান।