যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, নারীসহ আহত ২

যশোর সদরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন এক নারীসহ দুই জন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2019, 03:08 PM
Updated : 9 Feb 2019, 03:08 PM

শনিবার সন্ধ্যায় শহরতলীর শেখহাটিতে এ ঘটনা ঘটে বলে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান।

নিহত মামুন (২৬) শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুর রহমানের ছেলে।

আহত আরিফ (২৬) কাজীপাড়া কাঠালতলার বজলু খলিফার ছেলে এবং শেফালি বেগম (৪২) শেখহাটি আদর্শপাড়ার হারুন শেখের স্ত্রী।

ওসি অপূর্ব হাসান বলেন, মামুন ও আরিফ সন্ধ্যায় শেখহাটি আদর্শপাড়ায় জোড়াপুকুর এলাকায় গেলে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে এলাকাবাসী জানান।

“ওই সময় তারা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন। হাসপাতালে নেওয়ার পর মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে কী কারণে হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, হাসপাতালে আনার আগেই মামুনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে।

আরিফ ও শেফালির অবস্থাও গুরুতর বলে জানান এই চিকিৎসক।

আহত শেফালি বেগম সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার দিকে মামুন ও আরিফ আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়ি গিয়ে তার ছেলে সাগরের খোঁজ করেন।

এ সময় মামুন ও আরিফের সঙ্গে তার বাকবিতণ্ডা হলে তারা শেফালি বেগমকে ছুরিকাঘাত করেন বলে শেফালির ভাষ্য।

শেফালি বলেন, “তখন স্থানীয় যুবকদের হামলার শিকার হয় মামুন ও আরিফ।”

এ ঘটনায় পুলিশ শেফালি বেগমের ভাই বাবলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে ওসি বলে জানিয়েছেন।