নীলফামারীতে স্কুলছাত্র সাকিব হত্যার বিচার চেয়ে মানববন্ধন

নীলফামারীর স্কুলছাত্র সিরাজুম মনির খান সাকিব হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2019, 01:22 PM
Updated : 8 Feb 2019, 01:22 PM

হত্যাকাণ্ডের সাড়ে তিন বছরে একজন আসামি গ্রেপ্তার হওয়ার পর শুক্রবার বেলা ১১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাব মোড়ে তারা এই কর্মসূচি পালন করেন।

নীলফামারীর সিআইডি পুলিশের সহকারী সুপার মো. রমজান আলী জানান, মঙ্গলবার সাকিব হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে তারা গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মোতাহার হোসেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। দিনাজপুর সদরের শংকরপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তিনি।

তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানালেও কেন তাকে সন্দেহ করা হচ্ছে সে সম্পর্কে পুলিশ কিছু বলেনি।

২০১৫ সালের ১৩ জনু বেলা ১২টার দিকে সৈয়দপুর পৌরশহরের টেকনিক্যাল কলেজপাড়ার ভাড়া বাসায় হাত-পা-মুখ বাঁধা অবস্থায় সাকিবের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় তার বাবা অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরই মামলাটি পুলিশ সিআইডির কাছে স্থানন্তর করে।

সাকিব সৈয়দপুর সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে নীলফামারীর জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া মহল্লার হাবিবুর রহমানের ছেলে।