বেনাপোল সীমান্তে ১৭টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল সীমান্ত থেকে ১৭টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 05:03 PM
Updated : 5 Feb 2019, 05:03 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, মঙ্গলবার দুপুরে পুটখালী মসজিদ পোস্টের সামনে থেকে শাহাবুদ্দীনকে (৩৬) আটক করা হয়।

শাহাবুদ্দিন বেনাপোলের পুটখালী গ্রামের মোবারক সরদারের ছেলে।

ইমরান উল্লাহ বলেন, ভারতে স্বর্ণের একটি চালান পাচার করা হবে এমন সংবাদে বিজিবি টহলদল অভিযান চালিয়ে শাহাবুদ্দিনকে একটি মোটরসাইকেলসহ আটক করে।

“পরে তার মোটরসাইকেল তল্লাশি করে ইঞ্জিনের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন এক কেজি ৯০০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।”

ইমরান আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।