গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় সৌরভকে বাড়িতে ফিরতে বলেছিলেন তার মা। কিন্তু তার কিছুক্ষণ পর থেকেই তিনি আর ফোন রিসিভ করেনি।
নিহত মোর্শেদ উদ্দিন খান (৫৫) উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিয়া বলেন, মোর্শেদ উপজেলার কানারামপুর বাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মোয়াজ্জেমপুর গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যায়।
“স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।”
এ ঘটনায় মোর্শেদের সমর্থকরা কয়েকটি বাড়িতে আগুন দিয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে। ঘটনা তদন্ত করে খুনি গ্রেপ্তারের চেষ্টাও চলছে।