নওগাঁয় চাঁদা না পেয়ে বাড়িতে হামলা, লুটপাট

নওগাঁর রাণীনগর উপজেলায় চাঁদা না পেয়ে একটি বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে একদল হামলাকারী।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 02:33 PM
Updated : 15 Jan 2019, 02:33 PM

কুজাইল গ্রামের খ্রিস্টান ধর্মাবলম্বী সিমিয়ন সরকারের বাড়িতে সোমবার সন্ধ্যা ও রাতে দুদফায় এ ঘটনা ঘটে।

এর আগে একই দিন সকালে ওই পরিবারের গৃহকর্তা সিমিয়ন করকারকে মারধরও করে তারা।

এ ঘটনায় মঙ্গলবার গৃহকর্তা সিমিয়ন সরকার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ রুবেল হোসেন (৪২) নামে একজনকে আটক করেছে। রুবেল উপজেলার কুজাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।

সিমিয়ন সরকারের অভিযোগ, রোববার বিকালে তার কাছে স্থানীয় এক ‘সন্ত্রাসী’ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দিতে অস্বীকার করলে ওই ব্যক্তি সোমবার সকালে বাজারে তাকে লাঞ্ছিত করে।

মামলায় আরও অভিযোগ করা হয়, এর জের ধরে সোমবার সন্ধ্যায় তার ২০-২৫ জনের একদল ‘সন্ত্রাসী’ তাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর চালিয়ে ২ লক্ষ ৯৫ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

“এরপর ওইদিন রাত অনুমানিক দেড়টার দিকে আমার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল (হাতবোমা) বিস্ফোরণ করে পালিয়ে যায় তারা।”

বাড়ির লোকজন ও প্রতিবেশীরা আগুন নিভিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই ঘটনা জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে আর দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

সিমিয়ন সরকার মামলা দায়ের করার পর এ ঘটনায় জড়িত অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি সিদ্দিকুর রহমান।