আমি নতুন মানুষ: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. জাকির হোসেন তার অনভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিজেকে ‘নতুন মানুষ’ বলে পরিচয় দিয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 12:00 PM
Updated : 10 Jan 2019, 12:18 PM

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, “আমি নতুন মানুষ।

“মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তার নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কাজ করব।”

কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য জাকির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী হতদরিদ্র এ জেলার মানুষকে ভালবাসেন। ২৮ বছর পর তাদের উন্নয়নের কথা চিন্তা করে আমাকে কাজ করার জন্য মন্ত্রণালয় দিয়েছেন।

“এ মন্ত্রণালয় যাতে সঠিকভাবে পরিচালনা করতে পারি এজন্য আপনাদের সহযোগিতা চাই। এছাড়া প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও ছাত্রদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করব।”

কুড়িগ্রাম-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের জাপার সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও প্রশাসনসহ রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে ছিলেন।