কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ আন্তঃজেলা ডাকাত দলের দশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 09:51 AM
Updated : 10 Jan 2019, 09:51 AM

বৃহস্পতিবার সকালেনিজ কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার সৈয়দ ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার রতনপুর বাজার এলাকা থেকে আগের রাতে গোয়েন্দা পুলিশ তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, দুইটি রাম-দা, একটি চাপাতি, একটি কাটার ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

আটককরা হলো, নাটোর জেলার গুরুদাসপুর থানার বালখা গ্রামের মাহবুব হোসেন (৩৫), শরীয়তপুর জেলার গোশাইরহাট থানার চরমাইশকান্দি গ্রামের বাবুল মাল (৪৫), গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাটিবৈবাল গ্রামের রেজাউল হোসেন (৩৫), গাজীপুরের টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মিজানুর রহমান (৪৫), কুমিল্লার সদর দক্ষিণ থানার পারবাইল গ্রামের মীর হোসেন (২৬), জামালপুরের ইসলামপুর থানার কাছিহারা গ্রামের মুনছুর আলী (২৭), দেওয়ানগঞ্জ থানার দীঘলকান্দি গ্রামের সুমন শেখ (৩৬), সদর থানার চন্দ্রা গ্রামের রফিকুল ইসলাম ওরফে চাঁন মিয়া (২২), কুড়িগ্রামের রৌমারী থানার সুলতান মিয়া (৪৫) ও ঢাকার কামরাঙ্গীরচর থানার কামরাঙ্গীরচর এলাকার আবদুর রশিদ মোল্লা (৪২)।

সংবাদ সম্মেলনে বলা হয়, একদল ডাকাত ডাকাত রতনপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চজালায়।

“এ সময় ডাকাতরা পুলিশের উপর হামলা চালানোর চেষ্টা করে; আত্মরক্ষার্থে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। পরে আন্তঃজেলা ডাকাত দলের দশ সদস্যকে গ্রেপ্তার করা হয়।”

এ ডাকাত দলটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেভেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।