নাটোরে বোর্ডের খাতায় ‘জালিয়াতি’, শিক্ষক আটক

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে নাটোরে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 05:17 PM
Updated : 9 Jan 2019, 05:17 PM

নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মতুর্জার জানান, বুধবার জেলা শহরের বলাড়িপাড়া থেকে মাহামুদুন্নবী মিলনকে আটক করা হয়েছে।

আটক মাহামুদুন্নবী মিলন একই এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে এবং নাটোরের ন্যাশনাল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি কলেজের সাবেক শিক্ষক।

ম্যাজিস্ট্রেট গোলাম মর্তুজার বলেন, গোপন সংবাদ পেয়ে শহরের বলাড়িপাড়ায় চাকরিচ্যুত কারিগরি শিক্ষক মাহামুদুন্নবী মিলনের বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

“এ সময় ওই বাড়ি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৩৭০টি পরীক্ষার খাতা জব্দ এবং শিক্ষক মিলনকে আটক করা হয়।”

মর্তুজা বলেন, মিলন স্বীকার করেন যে কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা থেকে টপ শিট পরিবর্তন করে ফাঁকা খাতায় উত্তর লিখে আবার টপ শিট লাগিয়ে টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিতেন তিনি।

“দীর্ঘদিন ধরে তিনি এভাবে জালিয়াতি করে আসছিলেন। এই জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করেছে ভ্রাম্যমাণ আদালত।”

আটক শিক্ষকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

নাটোরের ন্যাশনাল ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল বলেন, নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় তার প্রতিষ্ঠান থেকে কিছুদিন আগে মিলনকে চাকরিচ্যুত করা হয়েছে।