নোয়াখালীতে কবি প্রদীপ মজুমদার, আনন্দ অনুষ্ঠান

ভারতের আগরতলার কবি প্রদীপ মজুমদারের আগমন উপলক্ষে নোয়াখালীতে সাহিত্য ও সংস্কৃতিসেবীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 12:45 PM
Updated : 8 Jan 2019, 12:45 PM

প্রেসক্লাবে সোমবার রাতে ‘কবিতাপাঠ, আবৃত্তি ও কথামালা’ শিরোনামে এ অনুষ্ঠান আয়োজন করে নোয়াখালী আাবৃত্তি একাডেমি।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জেলার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক রমানাথ সেন ও গান্ধী আশ্রমের পরিচালক রাহা নব কুমার ও কবি জামাল হোসেন বিষাদ।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি আকতার জাহান শেলী, আমিনুজ্জামান মিলন, কবি পানা উল্লাহ, কবি ফিরোজ শাহ ও সেনবাগ কলেজের উপাধ্যক্ষ দিদারুল ইসলাম।

আবৃত্তি করেন কাজী মাহতাব সুমন, মনিরুজ্জামান মনির ও নাজমুল হাসান।

অনুষ্ঠানে আগরতলা ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সাংস্কৃতিক নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ১৯৭১ সালে আগরতলার বিভিন্ন স্মৃতি তুলে ধরেন মুক্তিযোদ্ধারা। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আাবৃত্তি একাডেমির প্রধান উপদেষ্টা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ।

সংগঠনের উপদেষ্টা আবু নাছের মঞ্জুর সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি আবৃত্তিশিল্পী এমদাদ হোসেন কৈশোরের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে কবি প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক কাজী মাহতাব সুমন ও সাংবাদিক দুলাল ঘোষ।

বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আবদুল আউয়াল, মুক্তিযোদ্ধা শাহ আলম, নাট্যকার মিরন মহিউদ্দীন, সেনবাগ লেখক ফোরামের সভাপতি মুহম্মদ আবু তাহের, আবৃত্তিশিল্পী শামস ইবনে আলী, লায়লা পারভীন প্রমুখ।