সিলেটে পাথর শ্রমিকদের হামলার শিকার টাস্কফোর্স

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে গিয়ে শ্রমিকদের হামলার শিকার হয়েছে টাস্কফোর্স; হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 05:50 PM
Updated : 7 Jan 2019, 05:50 PM

সোমবার বিকালে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজেন ব্যানার্জী।

আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউএনও বলেন, সোমবার বেলা ১টা থেকে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে ‘বোমা’ মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযানে নামে টাস্কফোর্স।

“অভিযানের শেষ দিকে বেলা ৩টায় পাথর শ্রমিকরা টাস্কফোর্সের সদস্যদের উপর হামলা চালায়। শ্রমিকদের  ছোড়া পাথরে অন্তত ১৫ জন আহত হয়েছেন।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে বলে জানান তিনি।  

ইউএনও আরও জানান, আহতদের মধ্যে বিজিবি সদস্য, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন এসআই এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মচারীরা রয়েছেন।

পাথর শ্রমিকদের এ হামলায় ইন্ধনদাতা হিসেবে স্থানীয় কিছু প্রভাবশালী পাথর ব্যবসায়ী রয়েছেন উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও বিজেন ব্যানার্জী।