ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল ১১ দোকান

ঠাকুরগাঁও সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১১টি দোকান মালপত্রসহ পুড়ে গেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 10:12 AM
Updated : 3 Jan 2019, 10:12 AM

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মফিদার রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি হাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে বাজারের বিভিন্ন ধরনের ১১টি দোকান মালপত্র পুড়ে গেছে।

“সোহাগ নামে এক ব্যক্তির হোটেলের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তবে পুড়ে যাওয়া একটি ইলেকট্রনিক দোকানের মালিক সুবাশ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে তার দোকানের প্রায় ৩৫ লাখ টাকার মাল পুড়ে গেছে।

বাজারের মুদি দোকানি আব্দুস সাত্তার জানান, আগুনে সুবাশ চন্দ্র রায়, সুবোধ চন্দ্র রায়, হিরম্বর চন্দ্র রায়, ইউসুফ আলী, নীপেন্দ্র নাথ রায়, সোমারু, ধনেশ্বর রায়, ফলিন চন্দ্র, হরিস চন্দ্র রায়েরর দোকানসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল।