ঠাকুরগাঁওয়ে আবার হিন্দুবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
ঠাকুরগাঁও প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Dec 2018 03:56 PM BdST Updated: 25 Dec 2018 03:56 PM BdST
ঠাকুরগাঁওয়ে আবার একটি হিন্দুবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, ছাইগাদা থেকে আগুন লাগতে পারে।
জেলার রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে মধ্যঝাড়গাঁও গ্রামের যাত্রু বর্মণের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
যাত্রু বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সবাই ঘুমিয়ে ছিলাম।
“রাত আনুমানিক ১টার দিকে পরিকল্পিতভাবে কেউ বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই আগুনে আমার তিনটা খড়ের ঘর ও একটি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।”
এ বিষয়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, “রাত ১টা ৪৯ মিনিটে খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের একটা ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি প্রদীপ বলেন, “রাতের বেলা কেউ এ আগুন লাগাতে পারে বলে মনে হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো।
তিনি বলেন, “আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনকে অনুরোধ করি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।”
গত শুক্রবার ভোরে সদর উপজেলার সিংগিয়া শাহাপাড়া গ্রামের কৃষ্ণ ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার আটটি ঘর, সাতটি ছাগল, ৬০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে দাবি করেন কৃষ্ণ ঘোষ।
-
আক্কেলপুর থানার ওসি পরোয়ানার ৬ মাসেও গ্রেপ্তার হননি
-
ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
-
পঞ্চগড়ে ১৮ লাখ টাকায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাস করানোর চুক্তি
-
স্কুলে পাঠদান: আশুলিয়ার সেই কলেজের অধ্যক্ষকে শোকজ
-
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কর্তনে গ্রেপ্তার ১
-
পদ্মা সেতুর নাট খোলা বাইজীদের জামিন নামঞ্জুর
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
সাতক্ষীরায় স্কুলের গেট ভেঙে পড়ে শিশুর মৃত্যু
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের