লক্ষ্মীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ

লক্ষ্মীপুর-৩ আসনে ঐক্যফন্টের প্রার্থী শহিদউদ্দিন চৌধুরী এ্যানির গণসংযোগের সময় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 09:57 AM
Updated : 24 Dec 2018, 09:57 AM

চন্দ্রগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তুষাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে উভয় পক্ষ।

এজন্য ওই আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান কামালের সমর্থকদের দায়ী করেছে বিএনপি। তবে অভিযোগ অস্বীকার করেছে আওয়ামী লীগ।

এ্যানির অভিযোগ, তার পূর্বর্নিধারিত গণসংযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। হামলায় তিনিসহ ২০ জন নেতাকর্মী আহত হন।

তবে জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু পাল্টা অভিযোগে বলেন, “ধানের শীষের প্রার্থী এ্যানির গণসংযোগ থেকে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে যুবলীগের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।”

ওসি আজাদ বলেন, আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের লোকজন আহত হন।

“পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়।”

এছাড়া চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক মফিজুল ইসলাম ও এসআই আব্দুর রাজ্জাক আহত হন বলে তিনি জানান।