ফতুল্লার আগুন কয়েল থেকে, ধারণা ফায়ার সার্ভিসের

নারায়ণগঞ্জে ফতুল্লার বাসায় অগ্নিকাণ্ডের সূত্রপাত মশার কয়েল থেকে হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 11:47 AM
Updated : 19 Dec 2018, 11:47 AM

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “যেখানে আগুন লেগেছিল সেখানে মশাল কয়েল দেখা গেছে।

“পোড়া দেখে মনে হচ্ছে অনেক সময় ধরে আগুন ধরেছিল। তাই ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

বুধবার ভোরে ফতুল্লা এলাকার কোতালেরবাগ হক বাজারে জাকির হোসেনের বাড়ি তৃতীয় তলার একটি বাসায় আগুন লাগে। ওই বাসায় পরিবার নিয়ে থাকেন শ্রীনাথ চন্দ্র বর্মণ। আগুনে এ পরিবারের নয় সদস্য দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রতিবেশীরা প্রথমে ধারণা করছিল পাইপ ছিদ্র হয়ে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, “গ্যাসের লিকেজ থেকে আগুন লাগার কোনো আলামত দেখা যায়নি। রান্নাঘরের জানালা খোলা ছিল। রান্নাঘর অক্ষত রয়েছে।

“পোড়া দেখে মনে হচ্ছে অনেক সময় ধরে আগুন ধরেছিল। লিকেজ থেকে জমে থাকা গ্যাসে এত সময় নিয়ে আগুন ধরে না।”