নড়াইলে ‘আ.লীগ নেতাকে মারধর, বিএনপির অফিস ভাংচুর’

নড়াইলে এক আওয়ামী লীগ নেতার ওপর হামলা ও বিএনপির নির্বাচনী কার্যালয় ভাংচুরের অভিযোগ এসেছে।

নড়াইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 04:50 PM
Updated : 14 Dec 2018, 04:50 PM

জেলার নড়াগাতী থানা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য মো. হাদিউজ্জামান অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খান শামীমুর রহমান ও তার লোকজন এক অসুস্থ নেতাকে দেখতে যাচ্ছিলেন।

“খাশিয়াল বাজারে বিএনপির নেতাকর্মীরা তাদের বাধা দেন। তারা শামীমুরের ওপর হামলা করে আহত করেন। তার মাথায় আঘাত লাগে।”

তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে তিনি জানান।

এদিকে নড়াইল-১ আসনের বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, “খান শামীমুর খাশিয়াল বাজারে এসে বিএনপির নির্বাচনী অফিস বন্ধ করতে বলেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। আর খান শামীমুর সামান্য আহত হন। এরপর দুর্বৃত্তরা আমার কালিয়া বাজারের নির্বাচনী অফিস ভাংচুর করে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান নড়াগাতী থানার ওসি আলমগীর কবির।

তিনি বলেন, “খাশিয়াল বাজারে বিএনপির নেতাকর্মীরা কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে।”

আর কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেছেন, “কালিয়ায় অবস্থিত বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী অফিস ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। তবে ঘরের মধ্যে থাকা কিছু কাগজপত্র এনে কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”