সিরাজগঞ্জে বগি লাইনচ্যুত, ঢাকার রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের কামারখন্দে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2018, 04:40 PM
Updated : 3 Dec 2018, 04:40 PM

সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাত ১০টার দিকে জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মারফিন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু সেতু রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ‘বিইআই-২ ডাউন’ মালবাহী একটি ট্রেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে যাচ্ছিল।

“ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে প্রায় ৫০০ মিটার গেলে পেছন থেকে চার নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”

তিনি জানান, রেলওয়ের কন্ট্রোলকে বিষয়টি অবহিত করা হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন কাছাকাছি চলে এসেছে।

“মাত্র একটি লোকাল ট্রেন এই লাইনে আটকা পড়েছে। রাত ১১টার আগে এই রুটে অন্য কোনো ট্রেনের শিডিউল নেই। আশা করছি দ্রুত লাইনটি সচল হবে।”