নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বগুড়ায় শোভাযাত্রা

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙ্গের নতুন দৃশ্য’—এই শ্লোগানে বগুড়ায় ছাত্রীদের সাইকেল শোভাযাত্রা হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2018, 12:33 PM
Updated : 30 Nov 2018, 01:06 PM

জেলা পুলিশের আয়োজনে বেসরকারি সংস্থা ‘আস্থা’র সহযোগিতায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ শোভাযাত্রা হয়।

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার আগে ওই কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

জেলার পুলিশ সুপার আলী আশরাফ মিঞা অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, শোভাযাত্রায় ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রী অংশ নিয়েছেন।

“এর আগে ছোট পরিসরে হলেও বিশ্বের কোথাও নারীদের নিয়ে নারীনির্যাতন প্রতিরোধে এত বড় শোভাযাত্রা আর হয়নি। আজ থেকে বগুড়ায় আর কোনো ইভটিজিং ও ব্যাল্য বিয়ে যেন না হয় সেজন্য বগুড়ার পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।”

জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, ওই কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, আস্থার বগুড়ার সমন্বয়ক মাসুদা ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহদত আলম ঝুনু অনুষ্ঠানে ছিলেন।