গাজীপুরে গ্যারেজ, কারখানা, বাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় রিকশার গ্যারেজ ও পোশাক কারখানাসহ ১৫টি বসতঘর আগুন লেগে পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2018, 08:03 AM
Updated : 21 Nov 2018, 08:03 AM

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর, জয়দেবপুর ও কাশিমপুরের ডিবিএল গ্রুপের ফায়ার সার্ভিস স্টেশনের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, “ওই পোশাক কারখানা কিংবা অটোরিকশার গ্যারেজের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পাশের হাসান আলীর বাড়িতে ছড়িয়ে পড়ে।

“আগুনে টাকা ও মালপত্রসহ ওই বাড়ির ১৫টি ঘর, রিকশা গ্যারেজ, গ্যারেজের ১৪টি অটোরিকশা, দুটি জেনারেটর ও বিল্লাল হোসেনের মিনি পোশাক কারখানার যন্ত্রপাতিপত্রসহ তৈরি পোশাক ও পুরো কারখানা পুড়ে গেছে।”

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।