ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় চালকলে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন একজন।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 05:27 PM
Updated : 19 Nov 2018, 05:27 PM

সোমবার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী এলাকার আব্দুল বাতেনের চালকলে এ দুর্ঘটনা ঘটে বলে বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল ইসলাম জানান।

নিহত নূর ইসলাম (৩৮) বড়পলাশবাড়ী ইউনিয়নের প্রয়াত লতা মোহাম্মদের ছেলে এবং আহত শ্রমিক শহিদুর রহমান (৫২) একই ইউনিয়নের ধারিয়া বেলসাড়া গ্রামের প্রয়াত মনসুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি মোসাব্বেরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল বাতেনের রাইস মিলে ছয় জন শ্রমিক কাজ করছিলেন। 

“সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মিলে বয়লার বিস্ফোরণ হলে শ্রমিক নূর ইসলাম ও শহিদুর রহমান আহত হন।”

অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে নূর ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেওয়ার পথে নূরের মৃত্যু হয় বলে ওসি জানান। 

লাশ ময়নাতদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মিলের মালিক আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি একটি দুর্ঘটনা। নিহত শ্রমিকের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।