রাবি প্রশাসনের মাদকবিরোধী কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাদকবিরোধী কমিটি ক্যাম্পাসে তাদের কার্যক্রম শুরু করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2018, 02:24 PM
Updated : 13 Nov 2018, 02:24 PM

কমিটি গঠনের চার মাস পর ‘জীবন একটাই তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ প্রতিপাদ্য দিয়ে মঙ্গলবার তারা কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির অংশ হিসেবে সকালে লিফলেট বিতরণ ও মাদক বিরোধী শোভাযাত্রা হয়।

শোভাযাত্রা সিনেট ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আবার আগের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মাদকবিরোধী কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু।

অন্যান্যের মধ্যে মাদকবিরোধী কমিটির সদস্য প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক আব্দুর রহমান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, “মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আমরা র‌্যালি ও লিফলেট বিতরণ করেছি। আগামীতে বিভাগ ও হল পর্যায়ে মাদক বিরোধী সেমিনার, কাউন্সেলিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।”

এ কাজে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। 

চলতি বছরের ১১ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টাকে আহবায়ক করে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। শোভাযাত্রা ও লিফলেট বিতরণের মাধ্যমে ওই কমিটি কার্যক্রম শুরু করল।