দুর্ঘটনায় শ্রমিক আহত, মৃত্যুর গুজবে বাসে আগুন

ঢাকার সাভারে বাসচাপায় পোশাক শ্রমিক নিহতের গুজবে বিক্ষুব্ধ জনতা একটি বাসে অগ্নিসংযোগ ও কয়েকটি গাড়ি ভাংচুর করেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2018, 03:51 PM
Updated : 6 Nov 2018, 03:51 PM

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে উলাইল বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সাভার মডেল থানার ওসি আবদুল আউয়াল বলেন, কর্ণপাড়া এলাকার ডেনিটেক্স গার্মেন্টসের শ্রমিক হীরা আক্তার (২৪) রাস্তা পার হওয়ার সময় গাবতলী থেকে ছেড়ে আসা সুবর্ণ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়।

“দুর্ঘটনায় হীরা আক্তারের দুই পা থেঁতলে যায়; পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।”

ওসি বলেন, এদিকে ওই শ্রমিক বাসচাপায় মারা গেছে গুজব ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ইটপাটকেল নিক্ষেপ করে আরও বেশ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করে।

পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের কাছেই ফায়ার সার্ভিস স্টেশন থাকায় গাড়িটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে ওসি জানান।

ওসি বলেন, এ সময় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।