দক্ষিণ আফ্রিকায় ৪ বাংলাদেশির মৃত্যুর খবর

দক্ষিণ আফ্রিকায় এক বিপণিবিতানে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যুর খবর এসেছে দেশে তাদের পরিবারের কাছে।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2018, 04:02 PM
Updated : 20 Oct 2018, 04:03 PM

নিহতদের মধ্যে তিনজনের বাড়ি ফেনীতে, আরেকজন জামালপুরের। তাদের পরিবারে চলছে শোকের মাতম।

এরা হলেন ফেনীর দাগনভূঁইয়া উপজেলার জগৎপুর গ্রামের বজলের রহমান খানের ছেলে মমিনুল হক (৫০), সোনাগাজী উপজেলার চর মজলিশপুর গ্রামের আবুল খায়েরের ছেলে আনোয়ার হোসেন (২৭), মোশারফ হোসেন (২৫) এবং জামালপুর জেলার মো. ইব্রাহীম।

শনিবার ভোরে দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ব্রিটস শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে বলে মমিনুলের ভাই নবিউল হক জানান।

তিনি বলেন, তার ভাগনে আমজান হোসেন (আনোয়ারের বড় ভাই) দক্ষিণ আফ্রিকা থেকে টেলিফোনে জানিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর আগেই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দক্ষিণ আফ্রিকা থেকে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।

নবিউল জানান, তার বড় ভাই ও দুই ভাগনের মৃত্যুতে পরিবারের সবাই বারবার মূর্ছা যাচ্ছেন।

দাগনভূঁইয়া থানার ওসি সালেহ আহম্মদ পাঠান বলেন, “স্থানীয়ভাবে তাদের মৃত্যুর খবর আমরা জেনেছি।”