নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বার মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ভাংচুর হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2018, 02:55 PM
Updated : 19 Oct 2018, 02:55 PM

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার জানান, তাহমিনা খান (২৫) নামে এক নারী শুক্রবার সানারপাড়ে প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মারা গেছেন বলে তারা অভিযোগ পেয়েছেন।

তাহমিনার দেবর ইমাম কাজী অভিযোগ করেন, বেলা ১২টার দিকে অসুস্থবোধ করলে সাত মাসের অন্তঃসত্ত্বা তাহমিনাকে ওই হাসপাতালের নেওয়া হয়।

“হাসপাতালের চিকিৎসক নিশাত তাহমিনাকে দুটি ইনজেকশন দেওয়ার ১০ মিনিটেই তার অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা।”

এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে এসে বিক্ষোভ করেন।

ওসি সাত্তার বলেন, তারা হাসপাতালের কয়েকটি কাচ ভাংচুর করেছেন। এ সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা হাসপাতাল ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে তাহমিনার স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।