মৃত্যুবার্ষিকীতে মালেক উকিলকে স্মরণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক স্পিকার আবদুল মালেক উকিলের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 05:18 PM
Updated : 17 Oct 2018, 05:18 PM

দলের প্রয়াত সভাপতি স্মরণে নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার দলীয় পতাকা ছিল অর্ধনমিত। কার্যালয়ে কোরআন খতম, মিলাদ ও আলোচনা সভারও আয়োজন করা হয়।

সকাল ৯টায় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জেলা শহরের ঈদগাহ ময়দানের পাশে মালেক উকিলের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, মালেক উকিলের ছেলে আওয়ামী লীগ নেতা গোলাম মহিউদ্দিন লাতু প্রমুখ।

এছাড়া আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বাঁধের হাটে আবদুল মালেক কলেজ, মোহামেডান স্পোটিং ক্লাবসহ বিভিন্ন সংগঠন এই জাতীয় নেতাকে নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করে।

বঙ্গবন্ধুর সহচর মালেক উকিল পঁচাত্তরের পর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। শেখ হাসিনা দেশে ফেরার পর তার হাতে নেতৃত্বভার অর্পণ করেন তিনি।

একাধিকারের সংসদ সদস্য ও সাবেক স্পিকার মালেক ‍উকিল ৬৭ বছর বয়সে ১৯৮৭ সালে মারা যান।