নওগাঁয় স্কুলছাত্রকে চাপা দেওয়া ট্রাক্টর চালকের বিচার দাবি

নওগাঁয় স্কুলছাত্রকে চাপা দেওয়া ট্রাক্টরচালককে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2018, 02:23 PM
Updated : 17 Oct 2018, 02:23 PM

জেলার রানীনগর উপজেলায় সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির সামনে বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচি চলার সময় নওগাঁ-আত্রাই আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ থাকে।

রানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক বলেন, “পরে অপরাধীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলে এলাকাবাসী কর্মসূচি স্থগিত করেন।”

মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে ফেরার সময় উপজেলা পশু হাসপাতাল মোড়ে ট্রাক্টরচাপায় সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির ষষ্ঠ শ্রেণির ছাত্র অভি হোসেনের মৃত্যু হয়।

অভির বাবা মো. মোস্তাফিজুর রহমান এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সায়েম উদ্দিন মেমোরিয়াল একাডেমির অধ্যক্ষ ইকবাল মাহমুদ বলেন, “আগামী ২৪ তারিখের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ২৫ তারিখ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”